Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কৃত্রিম প্রজনন কেন্দ্র

আমবাড়ীয়া ইউপির কৃত্রিম প্রজনন কেন্দ্রটি আমবাড়ীয়া ইউপি ভবনের পাশে অবস্থিত। প্রজননের যাবতীয় কার্যক্রম এখানেই চলে। এলাকার সাধারন জনগন তাদের প্রয়োজনীয় কার্যক্রম এখানে সম্পন্ন করেন।

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

১.  গাভীর মালিক গাভী গরম হওয়ার পর গাভীকে কৃত্রিম প্রজনন কেন্দ্রে নিয়ে আসেন এবং কৃত্রিম প্রজননের জন্য আবেদন জানান।

২.   খামারী/পশুর মালিকগণ তাদের পশুকে প্রজনন কেন্দ্রে নিয়ে আসেন।

৩.  কৃত্রিম প্রজনন কেন্দ্রে রেজিস্টারভুক্ত করার পর উপযুক্ত পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তারপর সরকারি রসিদের মাধ্যমে ফি আদায়ের পর নিয়ম অনুযায়ী কৃত্রিম প্রজনন করানো হয় এবং রসিদ প্রদান করা হয়।

মৎস্য ও চিংড়ি খামার নিবন্ধন

চাষি/খামারীকে নির্ধারিত ফরমে জমির পর্চা/দলিল/লিজের দলিলাদিসহ আবেদন করতে হয়। আবেদনপ্রাপ্তির পর খামার পরিদর্শন, জমির দলিল/পর্চা যাচাইপূর্বক নিবন্ধন প্রদান করা হয়। নীতিমালা মোতাবেক সকল তথ্য যথাযথ না থাকলে সংশোধন করে দাখিল করতে বলা হয় অন্যথায় বাতিল করা হয়।