Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

আমবাড়ীয়া ইউনিয়ন কুষ্টিয়া জেলার, খোকসা উপজেলার একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত। এই ইউনিয়নের একটি মজার বিষয় হলো এখানে তটি জেলার সমাহার ঘটেছে যথা-কুষ্টিয়া, পাবনা এবং রাজবাড়ী জেলার। আমবাড়ীয়া ইউনিয়ন পদ্মা নদীর তীরে অবস্থিত। বর্ষার মৌসুমী নদীতে  পানি থই থই করে। সকালে-বিকেলে  চলে অনেক পাল তোলা মাছ ধরার নৌকা চলে মালবাহী অনেক বড় বড় ইঞ্জিনের নৌকা। রাতে আলো জ্বালানো মাছ ধরার নৌকা গুলোর দেখতে ভারি মজার লাগে। প্রতি বছর বর্ষার মৌসুমে দেশের অনেক স্থান থেকে অনেকে আসে নৌকা ভ্রমন করতে। অনেক সুন্দর লাগে বিকেলের সূর্য্য অস্তমিতকে। লাল সূর্য্য এবং গরমের বিকেলে ঠান্ডা বাতাস বেস উপভোগ করা যায়। এসময় নদীর দু ধারে থাকে সবুজ ফসল, যা দেখতে সত্যিই অপূর্ব লাগে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে অনেক দূর চলে যাওয়ার পর দেখা য়ায় আকাশের ঈশান কোনে মেঘ জমাট বেঁধেছ । মহূতের মধ্যে প্রকৃতি রদ্রমূতি ধারন করে। প্রবল ঝড়ে নৌকা দুলতে থাকে। কিন্তু মাঝির দক্ষতায় নদীর তীরে ওঠে কিছুক্ষন পরে ঝড় থামলে আবার চলতে শুরু করে নৌকা। শান্ত ধূসর সন্ধা ঘনিয়ে আসে নদীর দুধারে অন্ধকারে সব কিছু ঝাপসা মত হয়। চারদিকে কী গভীর নীরবতা ভয় এবং আনন্দ মিলিয়ে নৌকা ভ্রমন কারীরা সত্যিই চমৎকার আনন্দো উপভোগ করে। এছাড়াও কাশফুল ছেয়ে য়ায় পদ্মা নদীর দুধার কি চমৎকার না দেখা যায়।

 

আমবাড়ীয়া ইউনিয়নের পদ্মা নদীর চমৎকার উপভোগ বিষয় গুলো উপভোগ করাক জন্য আপনাদেরকে নিমন্ত্রন রইলো।

 

 

 

 

আমবাড়ীয়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র

উদ্যোক্তা: নাসির/মুসলিমা

মোবা: ০১৭২২-৫৯১৩০০/০১৯১৪-৭১৬৩৯৬