Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়
বিস্তারিত

কুষ্টিয়া জেলার অন্তর্গত খোকসা উপজেলাধীন আমবাড়ীয়া ইউনিয়নের অন্তর্গত ধোকড়াকোল গ্রামে অবস্থিত। ইহার পূর্বে ভবানীগঞ্জবাজার, পশ্চিমে বৈরাগীপাড়া, গোসাইডাংগী গ্রাম, উত্তরে, আমবাড়ীয়া এবং দক্ষিণে রাধানগর, জয়ন্তীহাজরা ও তাহেরপুর  গ্রাম। খোকসা উপজেলা সদর হতে ১০ কিমি উত্তরে, ধোকড়াকোল কলেজ হতে পশ্চিমে ভবানীগঞ্জপুলিশ ক্যাম্পের পাশে অবস্থিত।

 

ষাটের দশকের গোড়ার দিকে ধোকড়াকোল তথা অত্র এলাকার স্বনামধর্মী ব্যক্তিত্ব মরহুম মমতাজ বিশ্বাস চিন্তা করেন এলাকার তথা দেশের উন্নতির জন্য আমাদের শিক্ষিত হতে হবে। আর শিক্ষার জন্য প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠান। তাঁর এই চিন্তা-ভাবনারই বহিঃপ্রকাশ ঘটিয়ে তিনি এলাকার জনগেণর সহায়তায় প্রতিষ্ঠা করেন আজকের এই ঐতিহ্যবাহী ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয় যা আজ খোকসা উপজেলার শ্রেষ্ঠ স্খুলের একটি। শিক্ষার প্রসারে যুগোপযোগী চিন্তা-ভাবনায় মরহুম মমতাজ উদ্দিন বিশ্বাসের ভ্রাতুসপুত্র অত্র বিদ্যালয়ের দীর্ঘদিনের সভাপতি মরহুম কাইযুম উদ্দিন বিঃ ও সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিমের উদ্যোগ ও প্রচেষ্টায় বিদ্যালয়ে যোগ হয় এসএসসি ভোকেশনাল শাখা।